ময়মনসিংহ এর একটি ক্লিনিকে ডা: শফিকুর রহমান অপারেশন করে পাকস্থলী থেকে এই গুলো বের করেন। রোগী মানসিক ভাবে অসুস্থ্য ছিল।
মানুষের খাবার বাদে অন্য কিছু খাওয়ার বদই অভ্যাসকে Pica বলে। এটা DSM-IV এ রোগ হিসেবে উল্লেখ আছে। শর্ত থাকে এই বদ অভ্যাস কমপক্ষে ১ মাস থাকতে হবে।। মহিলা ও বাচ্চাদের এই রোগ খুব বেশি হয়।
এই রোগের অনেক গুলো সাবটাইপ আছে - যেমন,
Acuphagia - ধারালো জিনিস খাওয়ার অভ্যাস,
Emitophagia - বমি খাওয়ার অভ্যাস,
Coprophagia - হাগু খাওয়ার অভ্যাস,
Geophagia- মাটি খাওয়ার অভ্যাস,
Trichophagia- চুল খাওয়ার অভ্যাস,
Urophagia- হিসু খাওয়ার অভ্যাস ইত্যাদি ইত্যাদি।।
Complications হিসেবে খাদ্য নালী বন্ধ অথবা ছিদ্র হয়ে যেতে পারে।।
গবেষণায় কারন হিসেবে দেখা গেছে - যাদের Iron deficiency Anemia থাকে , তাদের মধ্যে এই মানসিক রোগ খুব কমন।
চিকিতসা হিসেবে সাইকোথেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, ডেফিসিয়েন্সি কারেকশন কে বলা হয়েছে।।। কিছু দিন আগে ঢাকা মেডিকেল এ Trichophagia এর পেশেন্ট পাওয়া গিয়েছিল।। পাকস্থলীতে বিশাল এক
Hair Ball পাওয়া গিয়েছিল সেই নারীর।।
✌✌™Video™
ভিডিও লিখাতে একটু ভুল আছে।অপারেশনটা করেছিলাম আমি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। সিনিয়র কনসালটেন্ট সার্জারী মহামহা,২০১৬।
ReplyDeleteধন্যবাদ কমেন্ট করার জন্য, আর ভুলটা সংশোধন করেদেবার জন্য।
DeleteWow, cool post. I'd like to write like this too - taking time and real hard work to make a great article... but I put things off too much and never seem to get started. Thanks though. inumidire sinonimo
ReplyDelete