ব্যাংকের গ্রাহকের মৃত্যুতে বিপাকে পড়তে হয় উত্তরাধিকারীর পরিবারের সকলকে। ব্যাংক হিসাবে টাকা থাকলেও তা তোলার সঠিক প্রক্রিয়া না জানায় ভোগান্তিতে পড়তে হয় পরিবারের সবাইকে। কিন্তু কিছু কৌশল জানা থাকলে মৃত্য ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনে জটিলতা থাকে না। মৃত ব্যক্তির উত্তরাধিকারী ও নমিনী কর্তৃক হিসাবের টাকা-পয়সা উত্তোলনের করনীয় বিষয়গুলো সকলের জন্য তুলে ধরা হলো-
মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরাধিকারী কর্তৃক টাকা উত্তোলন
নিম্নে মৃত ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তুলে ধরা হলো-
১) পৌরসভা/হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট;
২) কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়ারিসদের তালিকা (সাকসেশান সার্টিফিকেট);
৩) স্টাম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া;
৪) ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা;
৫) সকল ওয়ারিসের সত্যায়িত ছবি;
৬) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতি পত্র ও স্বাক্ষর সত্যায়ন;
৭) সকল ওয়ারিস কর্তৃক একজনকে টাকা উত্তোলনের জন্য ক্ষমতা প্রদান;
৮) ২০০ টাকা মুল্যের এডহেসিভ (বিশেষ আঠালো যুক্ত) স্টাম্প;
৯) নমিনী কতৃক দরখাস্ত। এই দরখাস্তটি হাতে লিখিত হতে হবে;
১০) নমিনীর ০২ কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত);
১১) ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোলনের জন্য আবেদন করলে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী করে টাকা প্রদানের ব্যবস্থা করবে।
নিম্নে মৃত ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তুলে ধরা হলো-
১) পৌরসভা/হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট;
২) কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়ারিসদের তালিকা (সাকসেশান সার্টিফিকেট);
৩) স্টাম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া;
৪) ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা;
৫) সকল ওয়ারিসের সত্যায়িত ছবি;
৬) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতি পত্র ও স্বাক্ষর সত্যায়ন;
৭) সকল ওয়ারিস কর্তৃক একজনকে টাকা উত্তোলনের জন্য ক্ষমতা প্রদান;
৮) ২০০ টাকা মুল্যের এডহেসিভ (বিশেষ আঠালো যুক্ত) স্টাম্প;
৯) নমিনী কতৃক দরখাস্ত। এই দরখাস্তটি হাতে লিখিত হতে হবে;
১০) নমিনীর ০২ কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত);
১১) ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোলনের জন্য আবেদন করলে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী করে টাকা প্রদানের ব্যবস্থা করবে।
ক্ষমতা অর্পনের প্রত্যয়ন পত্রের নমুনা কপি :
*****************************
ক্ষমতা অর্পনের প্রত্যয়ন পত্রের নমুনা কপি
বরাবর
ম্যানেজার
সোনালী ব্যাংক লিমিটেড
রংপুর কর্পোরেট শাখা
রংপুর।
বিষয়ঃ ক্ষমতা অর্পনের
প্রত্যয়ন প্রসঙ্গে।
আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে প্রত্যয়ন করছি যে, মালা খাতুন পিতা-
লাল মিয়া বিশ্বাস, স্বামী-সবুর মিয়া, গ্রাম-বিছা কান্দি, ডাকঘর-আলাইপুর, উপজেলা-রংপুর
সদর, জেলা-রংপুর। রাজু আহম্মেদ, পিতা- সবুর মিয়া, মাতা- মালা খাতুন এর মৃত্যুর জন্য
সকল প্রকার আর্থিক লেনদেন টাকা পয়সা উত্তোলন করে তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না
এবং মালা খাতুন এর উপর সকল প্রকার ক্ষমতা অর্পন করলাম।
ক্ষমতা প্রদানকারীগনের স্বাক্ষর
১। সবুর মিয়া
২। রাজু আহম্মেদ
সত্যায়নকারীর স্বাক্ষর ও সীল
*****************************
মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলন
যখন কোন হিসাবের মালিক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।
১) ওয়ারিশান সনদ পত্রের দরকার নেই,
২) নমিনী টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন,
৩) মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবেন,
৪) নমিনীর দুই কপি সত্যায়িত ছবি,
৫) নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
৬) ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন করতে হবে।
৭) ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান।
উপরোক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক শাখা নমিনীকে অর্থ প্রদান করতে পারবে।
যখন কোন হিসাবের মালিক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।
১) ওয়ারিশান সনদ পত্রের দরকার নেই,
২) নমিনী টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন,
৩) মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবেন,
৪) নমিনীর দুই কপি সত্যায়িত ছবি,
৫) নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
৬) ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন করতে হবে।
৭) ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান।
উপরোক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক শাখা নমিনীকে অর্থ প্রদান করতে পারবে।
If You Have Any Question Or Comment Please Write A Comment, I Will Answer It As Soon As Possible....Thank You....
যদি আপনার কোনও প্রশ্ন বা মন্তব্য থাকে তবে মন্তব্য লিখুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর উত্তর দেবো.......... আপনাকে ধন্যবাদ ।।
No comments:
Post a Comment